তবুও তুমি থাকো অন্তরে- কবি রুদ্র অয়ন এর কবিতা

0
482
Rudro

তবুও তুমি থাকো অন্তরে
রুদ্র অয়ন

তুমি আজ আমার নও
তুমি নেই আমার আঁকা
জলরঙ আল্পনায়।

তোমায় নিয়ে
স্বপ্ন দেখিনা আর
মাঝে মাঝে দুঃস্বপ্ন হয়ে এসে
শুনিয়ে যাও স্বপ্ন ভাঙার গান!

স্মৃতির কপাটের ফাঁকে বেয়ে
আজও নিত্য তোমার আসা যাওয়া!

দখিনা বাতাসের সাথে
তোমার ভাবনাগুলো
উড়িয়ে দিয়েছিলেম মেঘে মেঘে।

তোমার রেশমি চুড়ির
লেগে থাকা পরশটুকুও
বিলিয়েছি ক্ষয়ত্রী চাঁদের আলোয়।

তুমি মুক্তি চেয়েছিলে!
আমার থেকে তোমাকে
দিয়েছিলাম মুক্ত করে।
কোনও বাঁধনে বেঁধে রাখার
দাবি করিনি।

তবু কেন
মুক্তি মেলেনি এই আত্মার?
চোরকাঁটা হয়ে বিঁধে থাকো
দেহে, অন্তরে!

তুমিতো আজ আর আমার নও
তবু হৃদয়টা তোমাকে বেঁধে রাখে
অধিকার বিহীন অধিকারে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রত্যকটি দুর্যোগে আমরা জনগনের পাশে আছি – পলক
পরবর্তী নিবন্ধলালপুরে কদিম চিলান ইউপি চেয়ারম্যানের স্থায়ী বহিষ্কার ও ক্ষতি পূরণ দাবী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে