তৃষিত চাতক -কবি অনামিকা দত্ত‘এর কবিতা

0
572
Anamika Dutta

তৃষিত চাতক

কবি অনামিকা দত্ত

তৃষিত চাতক নয় আমি
তবু পিপাসিত মন,
ঝরনার স্নিগ্ধ স্রোত ধারায়
সিক্ত হয়েছি কখন?
একরাশ রজনী গন্ধা সুরভি ছড়ায়
গোপনে আমাকে সুধিয়ে বলে
চলোনা কোথাও হারায় ;
প্রশান্ত নীল সাগরের জোয়ার
অশান্ত হয়ে ফুলে ওঠে,
ভেঙে দিতে চাই বাঁধের দুয়ার।
হঠাৎ জেগে ওঠে ভাবি
নীল যে জোয়ার সেতো ;
আমারি অশ্রুসিক্ত দু-নয়ন,
গোপনে বয়ে যাক চিরন্তন।

Advertisement
উৎসAnamika Dutta
পূর্ববর্তী নিবন্ধলালপুরে জলাবদ্ধতা নিরসনে বসন্তপুর বদ্ধ খাল অবমুক্ত, খাল পুনঃ খননের দাবী
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় করোনা আক্রান্ত’র বাড়ি প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ইউএনও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে