ত্রিমুখী জীবন
কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী
আমি আকাশ হতে চেয়েছিলাম
অনিমেষ তুমি নামের যে আকাশটা
সেই আকাশ
তুমি মৃদু হেসে বলেছিলে
তুমি মেঘ হয়ে যাও
আমায় ছুঁয়ে দেখতে না পারো
আমার,কাছাকাছি তো থাকতে পারবে
আজ তোমার,আকাশে
আমি অন্য মেঘের ঘনঘটা দেখি
আর আমি মেঘ না হয়ে নদী হয়ে গেলাম
তোমার স্মৃতি আমার মনের মাঝে
বয়ে বেড়ানোর জন্য
জমে থাকা কান্না নিয়ে
প্রতিটা মূহুর্তে এঁকেবেঁকে চলার,জন্য
তবুও আমি এটা ভেবে সান্ত্বনা পাই
তোমার ছায়া পড়ে আমার জলে
এ যেনো আকাশ,নদী আর মেঘের
ত্রিমুখী জীবনের কথা বলে।
Advertisement