দারিদ্রকে জয় করেছে রুনা
রাজু আহমেদ,সিংড়া:
রুনা শুধু একটি নাম নয় একটিও সমাজের উদাহরণও বটে।নাটোর সিংড়া উপজেলার বিয়াশ গ্রামের খরপাড়ার রফিকুল ইসলামের মেয়ে রুনা। জন্মের পরেই দেখা হয় দারিদ্র নামক দানবের সাথে। যার সাথে পেরে উঠা খুব কঠিন ছিল। তারপরও লড়ে যাচ্ছে জীবনের সমস্ত শক্তি দিয়ে। শত বাঁধা বিপত্তিকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে তার জীবনের একমাত্র লক্ষ। অন্যান্য দশটা মেয়ের ছেলের মত তার জীবনের পথচলা এতটা সহজ ছিল না। জীবনটা শুরুই হয়ে ছিল যুদ্ধ দিয়ে। আষাঢ়ের টিপ টিপ বৃষ্টিতে গ্রামের কর্দমাক্ত মেঠোপথ পাড়ি দিয়ে যেতে হত তাকে প্রাথমিক বিদ্যালয়ে। বাবা ছিলেন মৎস্যজীবি। খুব কষ্টে দিন পার করতে হতো তাদের। এই শিক্ষার্থী ২০১৪ সালে প্রাথমিকে A+ সহ ট্যালেন্টফুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন বড়আদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ছিনিয়ে আনে জিপিএ ৫ এবং বৃত্তি । এসএসসিতেও তার বিকল্প ঘটেনি। এই অপ্রতিরোধ্য মেয়েটিকে বাবা-মার দারিদ্রতার ছোবল কিছুতইে থামাতে পারেনি। দোয়া চেয়েছে সে।