দুপুরের পর সন্ধ্যা হয় না – ওয়াহিদ জালাল এর কবিতা

0
258
ওয়াহিদ জালাল এনকে

দুপুরের পর সন্ধ্যা হয় না || ওয়াহিদ জালাল

শরতের ঘাস উল্লেখযোগ্য শাসনের অবসান
চেয়ে কারও অপেক্ষা করে না,
পথের বিশ্বাস নিয়ে যে অনুভব করে গন্তব্য দূরে
তার হাতের লাঠি ঈশ্বরের ঠিকানা লিখে।
মানুষ অনন্তকাল ব্যাথায় আড়াল হয় না বরং
যৌবনা নদীর মতোন উথলে উঠে অসংখ্য
চোখের গভীরে।

প্রেমের খাদিম ছায়ার মাঝখানে আশা দিয়ে
ঢেকে রাখে সমুদ্রের চৌরাস্তা,
আয়ুর চক্রান্ত ঈগল হয়ে নামে জীবনের ফসলে
বাতাসের কচি হাত লাগে বুকে
যৌবনের কোন এক মথুরা হয়ে যায় বুকের জমিন।
চলাচল তবু মরবার জন্যই বেঁচে থাকে পায়ে পায়ে
সে জানে পতনই পরম আশ্রয় বিজয়ের।

চোখগুলো কাঙাল থাকে বলেই তাকে পাবার জন্য
সকলের আড়ালে তার পুজা করে
যে দক্ষিণের দুয়ার খুলে পশ্চিমের প্রেমে প্রতীক্ষমাণ,
রক্তের হাড়ে পিতার ধমনী যে বেহালা বাজায়
তার নাম যদি সম্পর্ক হয়,তবে
তুমিও শুনে রেখো,দুপুরের পর সন্ধ্যা হয় না।
তোমার কপালে আমার ছায়া বর্তমান
আর আমার কপাল সম্পূর্ন তুমিময়।

২৩.০৯.২০২০
মানচেষ্টার,ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকবিতা -চন্দনা রায় চক্রবর্তী
পরবর্তী নিবন্ধনাটোরে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে