দেখা হতে পারতো -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

0
464
Rumi Chowdhury

দেখা হতে পারতো

কবি রুমি চৌধুরী

আমাদের দেখা হতে পারতো
কোন রোদনিকোনো উঠোনের নিঝুম শিউলিতলায়
কোন বকুলঝরা চৈত্রের ভর দুপুরে
অথচ দেখা হলো ভরা যুদ্ধের ময়দানে
সম্মুখসমরে রত যুদ্ধংদেহী দুই সৈনিক সংখ্যায়।

আমাদের দেখা হতে পারতো
কোন ভালোবাসা দিবসের ঘোরলাগা সন্ধ্যায়
শিরীষতলায় কিংবা ওয়্যার সিমেট্রির শীতল ছায়ায়
অথচ দেখা হলো বিষাদক্লান্ত নিঃশব্দ দহনে রত
চরম অশুভ ছোঁয়া নিকষ অমানিশায়।

আমাদের দেখা হতে পারতো
তপ্ত রোদে পোড়া উত্তপ্ত মিছিলের অগ্রভাগে
দেখা হতে পারতো গণসংগীতের বিপ্লবী মঞ্চে
অথবা সাম্যবাদী কোন জরুরী আলোচনা সভায়।

অথচ আমাদের দেখা হলো
নিতান্ত আটপৌরে সময়ের নীরস স্বপ্নহীনতায়
নিয়তির চাদর পরা মাঘের জরাজীর্ণতায়
বেলা শেষের কালে অনাহুত অবেলায়।

Advertisement
উৎসRumi Chowdhury
পূর্ববর্তী নিবন্ধআজো নাটোরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত, জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরে আবারো করোনায় একজনের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে