দেখা হবে ফের
কবি রুমি চৌধুরী
দেখা হবে ফের রঙছড়ানো গোধূলির পারে
চুপিসারে
শিরীষের তলে ঝুম বিকেলে মিঠে ছায়ায়
প্রেম মায়ায়
বেঁধে রাখা গান, জমে থাকা কথা, ফুলঝুরি
মেঘঘুড়ি।
দেখা হবে ফের শিল্পকলার আড্ডার ভাজে
কাজে অকাজে
ধোঁয়া ওঠা চা, সিঙ্গাড়ার খাঁজ, বাদামের ছাল
টালমাটাল
বেঁধে রাখা মন, মিছে প্রলোভন, লালচুড়ি
অঙ্গুরি
দেখা হবে ফের স্বপ্নসিঁড়ির শিখর গানে
রাত বিহানে
ঘুচবে বিষাদ, শংকার শেষে ক্রান্তিকাল
অন্তরাল
বেঁধে রাখা চাঁদ ভুলে অবসাদ মেলবে কুঁড়ি
মঞ্জুরী।
Advertisement