দেখা হবে ফের -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

0
471
Rumi Chowdhury

দেখা হবে ফের

কবি রুমি চৌধুরী

দেখা হবে ফের রঙছড়ানো গোধূলির পারে
চুপিসারে
শিরীষের তলে ঝুম বিকেলে মিঠে ছায়ায়
প্রেম মায়ায়
বেঁধে রাখা গান, জমে থাকা কথা, ফুলঝুরি
মেঘঘুড়ি।
দেখা হবে ফের শিল্পকলার আড্ডার ভাজে
কাজে অকাজে
ধোঁয়া ওঠা চা, সিঙ্গাড়ার খাঁজ, বাদামের ছাল
টালমাটাল
বেঁধে রাখা মন, মিছে প্রলোভন, লালচুড়ি
অঙ্গুরি
দেখা হবে ফের স্বপ্নসিঁড়ির শিখর গানে
রাত বিহানে
ঘুচবে বিষাদ, শংকার শেষে ক্রান্তিকাল
অন্তরাল
বেঁধে রাখা চাঁদ ভুলে অবসাদ মেলবে কুঁড়ি
মঞ্জুরী।

Advertisement
উৎসRumi Chowdhury
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরের নন-এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান
পরবর্তী নিবন্ধবৈরী মন -কবি ছন্দা দাশ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে