দেড় মাসেও সন্ধান মিলেনি বাক প্রতিবন্ধী জোবায়ের

0
344

রাজু আহমেদ, নাটোরকন্ঠ সিংড়া :
গ্রামে সবার প্রিয় মুখ সে, সারাদিন হাসিমুখে সবার সাথে তাঁর চলাফেরা। কখনো কান্না চোখে আসেনি। মানসিক প্রতিবন্ধী জোবায়ের এভাবে নিখোঁজ হবে এমন ভাবনা কারো নাই। দেড় মাসে ও এই যুবকটির সন্ধান না পাওয়ায় মলিন গ্রামের মানুষ।

নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামের মৃত আবুবক্করের পুত্র জোবায়ের (২০) গত ৫ অক্টোবর থেকে সে নিখোঁজ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

জোবায়ের এর ভাই মোস্তফা কামাল জানান, ৫ অক্টোবর নিখোঁজ হবার পর আমি সিংড়া থানায় সাধারন ডাইরি করি। সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করি। এরপর একটি ফোন থেকে দাবি করা হয় জোবায়ের অসুস্থ, হাসপাতালে ভর্তি টাকা পাঠাতে হবে বলে জানায়।

তিনি বলেন এ বিষয়ে আমরা প্রশাসনে জানাই। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এজন্য তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, দেড় মাসে ও সন্ধান না পাওয়ায় বাড়ির সবাই চিন্তিত।
আমরা পুলিশ প্রশাসনের কাছে জোড় দাবি জানাই জোবায়ের কে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হোক।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৯ দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন
পরবর্তী নিবন্ধনাটোরে ২ বিঘা জমির কলাগাছ কাটলো দুর্বৃত্তরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে