নবপ্রজন্ম বখে যাচ্ছে কেন? বিষবৃক্ষে অমৃত ফল ধরে না- নাহিদুল ইসলাম
আমাদের রাজনীতিকরা ধান্দাবাজের রাজনীতি করবেন, টাকা দিয়ে নমিনেশান কিনবেন পরে সরকারের টাকা মেরে উসুল করবেন, নিজের গুণগান আর প্রতিপক্ষের পিণ্ডি চটকাবেন, প্রতিপক্ষ তো বটেই নিজ দলের নেতাদেরও খুন করবেন, মামলায় ফাঁসাবেন। চালিয়ে যান, গণতন্ত্রের সব চলে। . আমাদের ব্যবসায়ীরা লাভের জন্য ভেজাল মেশাবেন, খাদ্যদ্রব্যে বিষ দিবেন, সিন্ডিকেট করে দাম বাড়াবেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন। চালিয়ে যান, এটা কর্পোরেট এইজ। . আমাদের ধর্মগুরুরা ধর্মকে পণ্য আর পেশা বানাবেন, মানুষের ঈমানকে টিস্যুর মতো ব্যবহার করবেন, আখেরাতের ভয় দেখিয়ে টাকা কামাবেন, ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টি করবেন, মানুষ খুন করবেন, জিহাদের নামে তরুণদের হাতে অস্ত্র আর পেট্রল বোমা ধরিয়ে দিবেন। দিতে থাকুন, ধর্মে তো রাজনীতি আছেই। .
আমাদের শিক্ষকরা প্রশ্ন-বাণিজ্য, ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য, করবেন, নিজেরা রাজনৈতিক লেজুড়বৃত্তি করবেন, ছাত্রদেরকে ক্যাডার হিসাবে ব্যবহার করবেন, বুদ্ধি প্রতিবন্ধি বানাবেন। করতে থাকুন, মানুষ গড়ার কারিগর বলে কথা! . আমলারা চরম স্বার্থপর, আত্মকেন্দ্রিক, ভোগবাদী হবেন, বিদেশে সেকেন্ড হোম বানাবেন, দেশের মাথায় বসে দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র পাকাবেন। পাকাতে থাকুন, দেশ আপনাদের পাকের ঘর। . ডাক্তাররা রোগীকে ক্লায়েন্ট মনে করবেন, ডায়াগনস্টিক সেন্টারের দালালী করবেন, তাদের জিম্মি করে কপর্দকশূন্য করে ছাড়বেন, চিকিৎসা সেবাকে পণ্য বানিয়ে আলু-পটলের মত দরকষাকষি করবেন। করতে থাকুন, মানুষের জীবন-মৃত্যু আপনাদের কুক্ষিগত। .
শাসকশ্রেণি সিংহের মতো বলবান আর শেয়ালের মত ধূর্ততায় জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন, ভোটের পর জনগণকে পশ্চাদ্দেশ দেখাবেন, তাদের দাস মনে করবেন, কথায় কথায় পুলিশ দিয়ে পেটাবেন, আদালতকে তাবেদার বানাবেন বানাতে থাকুন। রাজনীতি এখন পেশা। . ন্যায়-অন্যায়ের পরোয়া করবেন না, সমাজে কী হয় সেদিকে কোনো চিন্তা নেই, আত্মকেন্দ্রিক জীবন কাটাতে থাকবেন, বংশবৃদ্ধি করবেন, মরে জৈবসার হবেন। হতে থাকুন, মানুষ তো একটা পশুই। . তো এমন একটি সমাজের উত্তর প্রজন্ম জঙ্গি-সন্ত্রাসী-মাদকসেবী, দুর্নীতিবাজ, প্রতারক, সুদখোর, ঘুষখোর, ডাকাত, ছিনতাইকারী, হতাশাগ্রস্ত, ভাড়াটে খুনী হবে না তো নজরুল-রবীন্দ্রনাথ-বিবেকানন্দ-হ্যানিম্যান-আবু বকর ওমর (রা.) হবে? মনে রাখবেন- বিষবৃক্ষে অমৃত ফল ধরে না।
Advertisement