নলডাঙ্গায় দূর্গম কাদা ভেঙে অবৈধ সুতি জাল অপসারণ করলেন -এসিল্যান্ড

0
334

দূর্গম কাদা ভেঙে অবৈধ সুতি জাল অপসারণ করলেন -এসিল্যান্ড
নলডাঙ্গা; নাটোর কন্ঠ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতার ভাগ খালের ব্রিজ নীচ থেকে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে বানা-সুতি জাল দিয়ে মাছ শিকারের জন্য ইজারা দিয়েছিল স্থানীয় প্রভাবশালীরা। উপজেলার, বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়ান, ব্রহ্মপুর ইউনিয়নের ছাতার ভাগ গ্রামসহ আশে পাশের শত শত হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবন্ধতার শঙ্কায় পড়েছিল কৃষকরা।
স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে রবিবার(০৯ নভেম্বর) বিকেলে উপজেলা দূর্গম কাদা ভেঙে ছাতারভাগ এলাকায় পানি প্রবাহের খালের অবৈধভাবে বানা ও সৌতি জাল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাঃ তাছমিনা খাতুন। অভিযান চালিয়ে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ খালের স্লুইজ গেটের মুখে বসানো অবৈধ সুতি জাল ও বানা উদ্ধার করে জব্দ করেন।
পরে ব্রিজ পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়। এর আগে উপজেলা মাধবপুর ব্রিজ ও বাসুদেবপুর ব্রীজের নিচে সুতি জাল দিয়ে মাছ শিকার করায় সুতিজাল উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করেন উপজেলা প্রশাসন। কৃষকের মুখে হাসি ফোটে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
নলডাঙ্গা উপজেলার ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসাত মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল নাটোর রাজবাড়ি
পরবর্তী নিবন্ধসময় নদীর স্রোতধারা -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে