নলডাঙ্গা, নাটোর কণ্ঠ: নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকদের কাছ থেকে রাসায়নিক সারের দাম বেশি নেওয়ায় দুই দোকানীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড/ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মের্সাস মণ্ডল অ্যান্ড কোং এর আরিফুল ইসলাম ও ভাই ভাই এন্টারপ্রাইজের আশরাফুল ইসলাম।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল্লাহ আল মামুন জানান, দুই সার ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
এমন অভিযোগের ভিত্তিতে নলডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সার ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রত্যেককে ১০ টাকা করে জরিমানা করা হয়।