নলডাঙ্গার সড়কুতিয়া আশ্রয় কেন্দ্রে ৫০ পরিবারকে খাদ্য সহায়তা

0
277

নলডাঙ্গা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সড়কুতিয়া স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যা দুর্গত ৫০ পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল ও নগদ ১০০ টাকা। শুক্রবার দুপুরে ওই আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যা দুর্গতদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত এসব চাল ও ব্যক্তিগত তহবিল থেকে ১০০ টাকা করে প্রদান করেন ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ কিশোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য , রইস উদ্দিন রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগ আব্দুল জব্বার মিনা, ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী সহ যুবলীগের নেতৃবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা পৌরসভার বানভাসি মানুষের পাশে মনিরুজ্জামান মনির
পরবর্তী নিবন্ধআমার বন্ধু শবনম – জাকির তালুকদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে