নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৬৬ শতাংশ

0
541
student

নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৬৬ শতাংশ
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদ্যালয়ে গড় পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।এবার উপজেলায় মোট ২৮ টি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৩২ জন,পাস করেছে ১ হাজার ৫৫৩ জন।বিদ্যালয়ে গড় পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন শিক্ষার্থী।আর ১৩ টি মাদ্রসায় মোট পরীক্ষার্থী ছিল ৩৭৪ জন,পাস করেছে ৩১৭ জন।মাদ্রাসায় গড় পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী।
এর মধ্যে এবারও সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এগিয়ে রয়েছে মির্জাপুর দীঘা উচ্চ বিদ্যালয়।এ বিদ্যালয়ে মোট ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা সেরা হয়েছে।নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আনছারী এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় গৃহবধু ধর্ষণ
পরবর্তী নিবন্ধলালপুরে ভূমিহীনদের স্বপ্ন এখন কচুরিপানার নিচে, দেখার নেই কেউ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে