নাটোর কণ্ঠ: নাটোরের নলডাঙ্গা উপজেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়। আজ সকালে নলডাঙ্গা থানা প্রাঙ্গনে গাছের চারা রোপণ করে এর উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল, নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আকাশ, অনুষ্ঠান সম্পাদক চিন্ময় কর্মকার, নবাব সিরাজ উদ্ -দৌলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরিবেশ কর্মি রবিউল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. লিমন, সাংগঠনিক সম্পাদক মো. সপ্নীল ম্যাক্স, দপ্তর সম্পাদক মো. রাজা, সদস্য আবির, রিমন, সবুজ সহ অন্যান্যরা।
উল্লেখ্য, সংগঠনটি প্রতি বছরের মত এবারও সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে বিনামূল্যে লক্ষাধিক গাছের চারা বিতরণ ও পতিত জমিতে রোপন করছে। মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং এর বিরুদ্ধে সভা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিশু উপকরণ, ঈদ বস্ত্র উপহার, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমের ফলে সংগঠনটি সারাদেশ ব্যাপক আলোচিত ও প্রশংসিত।