নলডাঙ্গা থেকে নাটোরে বিয়ে করতে এসে গুণতে হল জরিমানা!

0
385

বিয়ে করতে এসে গুণতে হল জরিমানা!

নাটোর কন্ঠ:
নাটোরে বাল্য বিবাহ করতে এসে শাহাদত হোসেন (২৭) নামে এক বরকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বেজপাড়া আমহাটি গ্রামে এই ঘটনা ঘটে।সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, আমহাটি এলাকার বাবু প্রামানিকের মেয়ে আঁখি খাতুনের জন্ম সনদ অনুযায়ী ১৭বছর বয়স। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী ১৮বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া বাল্য বিবাহের মধ্যে পড়ে।

শুক্রবার নলডাঙ্গার বক্ষ্মপুর ইউনিয়নের সন্তান বর শাহাদত হোসেন বিয়ে করতে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়। এসময় বর শাহাদত হোসেনকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ফ্রান্স বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামের জোনাইল-রাজাপুর সড়কের সংস্কার কাজের উদ্বোধন এমপি কুদ্দুসের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে