নশ্বর পৃথিবী
কবি শাহারা খান, যুক্তরাজ্য প্রবাসী
পৃথিবীটাকে মনে হয় যেন,
নিষ্ঠুর এক কারাগার।
নিত্য তাতে ভেসে আসে,
নিপীড়িতের চিৎকার।
নির্মমতা নিচ্ছে কেড়ে,
শান্তি,সুখের ঘুম।
ভয়,আতঙ্ক করছে বাস,
যেন লাগছে তাদের ধূম।
মানুষগুলো কেমন যেন,
যাচ্ছে হয়ে পাষাণ।
ভালোবাসার ঘরে বুঝি,
আজ পড়ছে বিরাট বান।
নশ্বর দুনিয়া জেনেও কেহ,
করছে কেমন অত্যাচার।
পরের প্রতি জুলুম করতে,
একটুখানি ঢর নাই তার।
একের পর এক বিপদ দিয়ে,
করছেন আল্লাহ পরীক্ষা।
তবু কেন বিপথে চলা-
মানুষের,হয় না একটু শিক্ষা?
Advertisement