নাটোর কন্ঠ : নাটোরের সমাজসেবক আব্দুস সালাম, সাধারন একজন ব্যবসায়ী, তিনি নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের ছাত্র সংসদের জি এস ছিলেন। তৎকালীন সময় থেকেই তিনি অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে, অনেকের কাছেই পরিচিত। ব্যবসায়ী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননা।
রক্তদান কর্মসূচি থেকে শুরু করে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন অতীত থেকেই। তার এই কর্মকাণ্ড বর্তমানেও অব্যাহত রয়েছে। তিনি সংগঠিত করেছেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠন।
উপদেষ্টা হিসেবে উদ্ভাবন করেছেন সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের। প্রতিষ্ঠাতা হিসাবে সেই সব সংগঠনকে আর্থিক অনুদান দিয়েও সহযোগিতা করে আসছেন প্রতিনিয়ত। সমাজসেবক আব্দুস সালাম‘এর প্রতিষ্ঠিত লাঠি-বাঁশি সংগঠনকে কেন্দ্র করে, নির্মাণ হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক, রচিত হয়েছে গণসঙ্গীত।
আজ দুপুরে জেলা পুলিশের আয়োজনে সদর থানা ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুজিব বর্ষে পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগান নিয়ে নাটোরে পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সমাজসেবক আব্দুস সালামকে ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ ভ. বেনজীর আহমেদ বিপিএম-(বার) এর স্বাক্ষরিত কমিউনিটি পুলিশিং ডে ২০২১ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা পদক প্রদান করেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় প্রশাসন, পুলিশ প্রশাসন কর্মকর্তা, সাংবাদিকসহ কমিউনিটি পুলিশিং এর অনেকেই উপস্থিত ছিলেন।