নাটোরের গুরুদাসপুরে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের

0
232

নাটোরের গুরুদাসপুরে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যায় কবলিত মানুষের

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুরে বন্যার পানি কিছুটা কমলেও এখনো দুর্ভোগ কমেনি বন্যা কবলিত মানুষের। বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু তাদের ঘরবাড়ি কোনো কিছুই যেন ঠিক নেই। কারো কারো ঘরের বেড়া ভেঙে গেছে, খুঁটি নড়বড়ে হয়ে গেছে। কারো ঘরের চাল ভেঙে পড়েছে। ভেসে গেছে খেতের ফসল, পুকুরের মাছ। সেইসঙ্গে দেখা দিয়েছে আমাশয়-ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সেইসাথে যোগ হয়েছে স্যানিটেশন সমস্যাও। পানি বৃদ্ধির সাথে সাথে বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং গাদাগাদি করে থাকার কারণে করোনার বিস্তার লাভের শংকা রয়েছে। যার ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে অতি কষ্টে জীবনযাপন করছে অসহায় এসব পরিবার।

এবারের বন্যায় উপজেলার প্রায় ৬ টি ইউনিয়নই কম বেশি প্লাবিত হয়েছে। একইসঙ্গে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তা-ঘাটের পাশাপাশি মৎস্য খামার, ফসলি জমি, সবজি, গাছপালা, গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। শিশু ও বয়স্করা পানিতে পড়ে যাওয়ার আশংকায় রয়েছেন। বন্যা কবলিত বিশাল জনগোষ্ঠীর মাঝে নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও খাদ্য সংকটের পাশাপাশি গো খাদ্যের অভাবে গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছে অনেকেই। নিরাপদ আশ্রয়সহ নানা সংকটে চরম দুর্ভোগে বন্যা কবলিত মানুষ। দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা জানান,করোনা ভাইরাস সংকটের কারণে বেশ কিছুদিন থেকে রোজগার বন্ধ। তার ওপর বন্যা অভাব আরও বাড়িয়েছে। বন্যার কারনে হাঁস-মুরগি, গরু-ছাগলের খাবার ও থাকার জায়গার অভাবে কম দামে বিক্রি করে দিয়েছেন অনেকে। ঘরে পানি উঠায় রান্না বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে খেতের ফসল। এসময় তারা ত্রাণ সহায়তার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধলালপুরের ঐতিহ্যবাহী শিব শিলায় গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে