নাটোরের গুরুদাসপুরে বানভাসী মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ

0
270
BSL

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ: নাটোরের গুরুদাসপুরের চলনবিল অধ্যষিত এলাকায় বানভাসী পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ। সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চলনবিল অধ্যষিত খুবজিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকাযোগে পানিবন্দি বানভাসী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ওই শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। শুকনা খাবার বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন। এসময় আওয়ামীলীগ নেতা রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধনের অর্থায়নে বন্যাদুর্গত মানুষদের এ খাদ্য সহায়তা দিচ্ছে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ। সারাদিন বন্যাদুর্গত এলাকায় ঘুরে ঘুরে পানিবন্দি মানুষদের ওই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য তালিকায় রয়েছে চিড়া, মুড়ি, চিনি ও স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন শেখ, আ’লীগ নেতা রুবেল সরকার, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রান্ত, আশিক শেখ, এমরান, সুজন, আতিক প্রমূখ। তাদের এই সহায়তা কর্মসূচি অব্যহত থাকবে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় নদীর পানি বিপৎসীমার ওপরে, ডুবছে ফসল
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে জনদুর্ভোগ কমাতে রাতের আঁধারে মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে