নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল ছিনতাই, ছিনতাইকারী আটক,মোটরসাইকেল উদ্ধার

0
505
thip

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল ছিনতাইকালে শাহীন আলম (২০) নামের এক ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও অপর ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে থানাপুলিশের টিম অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেন। অজ্ঞাত ওই ছিনতাইকারী পালিয়ে গেলেও গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুরুদাসপুর শহরের চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লার মৃত মোজাহার প্রামাণিকের ছেলে চাউল ব্যবসায়ী আব্দুস সালাম তার ডিসকভার ১২৫ সিসি’র মোটরসাইকেলটি নাজিম উদ্দিন স্কুলের পাশে লক করে রেখে বাড়ির ভেতর প্রবেশ করেন। এসময় দুজন অজ্ঞাতনামা ছিনতাইকারী দ্রুত ওই লক খুলে মোটরসাইকেল নিয়ে কাছিকাটা হয়ে সিরাজগঞ্জ এলাকায় চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেল না পেয়ে শুক্রবার সন্ধ্যায় দুজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় বাদী হয়ে এজাহার দাখিল করেন মোটরসাইকেল মালিক। মামলার পরিপ্রেক্ষিতে চাঁচকৈর বাজারে থাকা সিসি ক্যামেরা যাচাই-বাছাই শেষে জানা যায় মোটরসাইকেল ছিনতাইকারীরা সলঙ্গা থানাধীন এলাকার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গুরুদাসপুর থানা পুলিশের একটি চৌকস টিম ওইদিন রাতেই অভিযান পরিচালনা করে। এসময় ওই মোটরসাইকেল ছিনতাইয়ে সহযোগিতাকারী সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমারবাইলজানি গ্রামের বাহের আলীর ছেলে শাহীন আলমকে (২০) গ্রেপ্তার করা হয়। কিন্তু মোটরসাইকেল পাওয়া যায় না। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে তার সাথে থাকা অপর ছিনতাইকারীকে সে চিনে। এরপর শনিবার (১৩জুন) এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পুনরায় সলঙ্গা থানাধীন এলাকায় গ্রেপ্তারকৃত ছিনতাইকারীকে সাথে নিয়েই অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালিয়ে সলঙ্গা ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে পালানোর সময় পুলিশের ধাওয়ায় গজার ব্রিজের পাশে মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে ছিনতাইকারীরা পেশাদার ছিল। ইতিপূর্বেও মোটরসাইকেল চুরি করেছে। পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আরো দুইজন ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে