নাটোরের গুরুদাসপুরে লাল সবুজের বৃক্ষরোপন

0
242
নাটোরকন্ঠ: নাটোরের গুরুদাসপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিকী গাছের চারা রোপণ করে বৃৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) অাবু রাসেল।

গাছের চারা বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানা ছাত্রলীগের সভাপতি অাতিয়ার রহমান বাঁধন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, গুরদাসপুর শাখার সভাপতি অাল হাসিব হিমেল, সাধারণ সম্পাদক ফখরুল হাসান চয়ন।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধরণ সম্পাদক সাগর অালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, দপ্তর সম্পাদক গোলাম রাব্বী, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাকির হোসাইন, সহ অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জনি অাহমেদ প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটি প্রতি বছরের মত এবারও সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে বিনামূল্যে লক্ষাধিক গাছের চারা বিতরণ ও রোপন করছে। মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং বিরোধী কার্যক্রম, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিশু উপকরণ, ঈদ বস্ত্র উপহার ও দুর্যোগকালীন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমের ফলে সংগঠনটি সারাদেশ ব্যাপক আলোচিত ও প্রশংসিত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জীবন চলে সবজি খালার
পরবর্তী নিবন্ধনাটোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে