স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারে মুখে মাস্ক না পড়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ২৪ দোকানী ও পথচারীকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করেন।
ভাবনার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পৌর সদরের বাণিজ্যিক নগরী চাঁচকৈড় বাজারে প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলে ও মাস্ক ব্যবহারের ব্যাপারে হুশিয়ারী দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গ্রাম পুলিশ সদস্যদের কয়েকটি টীম বাজারের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থেকে পথচারী ও দোকানদারদের স্বাস্থ্যবিধি মেনে মুখে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের জন্য আহবান জানিয়েছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, করোনা প্রতিরোধে মানুষ সচেতন না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।