নাটোরের গুরুদাসপুরে হারিয়ে যাওয়া হেলাল ফিরে এলো ১৪ বছর পর

0
237

নাটোরের গুরুদাসপুরে হারিয়ে যাওয়া হেলাল ফিরে এলো ১৪ বছর পর

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুরে পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া প্রতিবন্ধী হেলাল (৪০) ১৪ বছর পর মায়ের কোলে ফিরে এলো । গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় হেলালের বাড়ি। বরিশালের ব্যবসায়ী মো. খোকনের সহযোগিতায় নাটোরের ব্যবসায়ী তারেক মিয়া হেলালকে বরিশাল থেকে এনে গতকাল তার মায়ের কাছে ফিরিয়ে দেন।

এলাকাবাসী জানায়, মৃত আক্কাছ ম-লের ছেলে হেলাল। তার মা সাজেদা ঝিয়ের কাজ করে কোনোমতে জীবনযাপন করেন। ছোটবেলা থেকেই হেলাল খুব ন¤্রভদ্র কিন্তু মানসিক রোগী। যেখানে সেখানে ঘুরে বেড়াত। বাড়ি থাকে না, আবার আসে। এভাবে ১৪ বছর আগে সে হারিয়ে যায়।

বরিশাল কোর্ট রোডের নাছির স্টোরের মালিক মো. খোকন জানান, প্রায় ১২ বছর আগে হেলাল বরিশালে আসে। পাগল বেশে ঘুরে বেড়ায়। ঘরোয়া ও আকাশ হোটেল থেকে তাকে মাঝেমধ্যে খাবার দেওয়া হতো। অনেকের টুকিটাকি কাজও করে দিত হেলাল। এভাবে এলাকায় তার সততা ও পরিচিতি বৃদ্ধি পায়। তিনি তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। হেলালও তার দোকানের জন্য পাইকারি মালামাল কিনে আনতেন।
সম্প্রতি তিনি জানতে পারেন হেলালের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। এর পর নাটোর সদরের ব্যবসায়ী মো. তারেকের সঙ্গে যোগাযোগ করলে হেলালকে চাঁচকৈড় এলাকায় নিয়ে আসেন তারেক। কিন্তু হেলাল তার বাড়ি চিনতে পারেন না। তবে এলাকাবাসী তাকে চিনতে পারে। এভাবেই মায়ের কোলে ফেরেন হেলাল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরঙধনু নদী -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে