নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামে গরু ভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে পালিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা।শনিবার ভোররাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এ দূর্ঘটনা ঘটে।গরু ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান দিনাজপুরের ফুলবাড়ি হাট থেকে ১৬টি গরু কিনে স্থানীয় হাট থেকে ট্রাক ভাড়া নিয়ে নোয়াখালী রওনা হই।
ট্রাকটি রাত আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গ এলাকায় এসে পাটোয়ারী পেট্রোল পাম্প থেকে তেল নেয়। এরপর এক কিলোমিটার গেলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। ট্রাকের ড্রাইভার গরু ব্যবসায়ীদের নেমে ট্রাকে পেছন থেকে ধাক্কা দিতে বললে, ট্রাক থেকে নামা মাত্রই অতর্কিতভাবে কয়েকজন এসে আমাদের এলোপাথারী মারপিট শুরু করে। এ ঘটনায় গরু ব্যবসায়ী সিরাজুল, স্বপন মিয়া, ইসমাইল হোসেন, জিয়াউর রহমান ও আমিনুল ইসলাম কে আহত অবস্থায় ফেলে রেখেই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, গরু ব্যবসায়ী আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের ড্রাইভার-হেলপার ঘটনার সাথে জড়িত রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।