নাটোরের বাগাতিপাড়ায় গৌরমতি আমগাছ কেটেছে দূর্বৃত্তরা

0
426

বাগাতিপাড়ায় গৌরমতি আমগাছ কেটেছে দূর্বৃত্তরা

নাটোরকন্ঠ: নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতামুলক কৃষিবিদ প্রভাষক গোলাম মওলার উন্নত প্রযুক্তির গৌরমতি আম গাছ কেটেছে দূর্বৃত্তরা। সন্দেহ জনক ব্যক্তির নামে মামলা করার প্রস্তুতি চলছে।

গত শুক্রবার রাতে রওশনগিপাড়া মাঠে কৃষিবিদ প্রভাষক গোলাম মওলার ফলের বাগানে উন্নত প্রযুক্তির গৌরমতি আম গাছ কেটেছে দূর্বৃত্তরা। দূ’টি ফলন্ত গৌরমতি আম গাছ কাটা সহ অন্য ফলের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। গাছে ফ্রুটস ব্যাগিং করা আনুমানিক ২০ কেজি গৌরমতি আম শোভা পাচ্ছিল। এগুলো ৫শ’ টাকা কেজি দরে বিক্রয় হতো আগষ্ট-সেপ্টেম্ব মাসে।

সরেজমিনে জানা যায়, উপজেলার জামনগর রওশনগিরি পাড়া মাঠসহ বিভিন্ন এলাকায় ২০ হেক্টর জমিতে উন্নত প্রযুক্তির দেশি ও বিদেশি ফল চাষ ও চারা উৎপাদন করেন কৃষিবিদ প্রভাষক গোলাম মওলা।

তিনি দেশি-বিদেশি উন্নত প্রযুক্তির ফল ডাগন, জামবুরা, মালটা, শরিফা,লঙ্গান, বাম্বুটান,প্যাসন ফ্রুট,লেবু, টক আতা,গোলাপজাম,বেল, কদবেল,গুজবেরি, পাসিমন, পিয়ারা, লাল কলা, কুল ফল, খাটো জাতের নারিকেল গাছ, বার মাস ফল দানকারি আম গাছ চাষ, চারা উৎপাদন ও বিক্রয় করেন । তিনি বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় এগুলো সরবরাহ করেন।

তিনি বাগাতিপাড়ার জামনগর কুঠিপাড়া গ্রামের মৃত অালহাজ্ব মসলেম উদ্দিন স্বর্ণকারের ছোট ছেলে ও নাটোর মহিলা কলেজের প্রভাষক।

কৃষিবিদ গোলাম মওলা জানান, সম্প্রতি তাঁর বাগানে
জনৈক ব্যক্তির ছাগলে বিভিন্ন গাছের ক্ষতিসাধন করে। পুনরায় ক্ষতিসাধন করলে আইনগত ব্যবস্থা নিতে
চাওয়ায় ঐ ব্যক্তি তাঁকে হুমকি দেন। এর এক পর্যায় কে বা কারা তাঁর গাছ কেটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে মর্মে তিনি জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে এমপির বাড়িতে চুরি
পরবর্তী নিবন্ধগ্রাম পুলিশদের ৪র্থ শ্রেনীর মর্যাদার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে– পলক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে