নাটোরকন্ঠ:
নাটোরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ৪১ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমনা করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রশমনে জেলা প্রশাসন নাটোরের চলমান অভিযানে ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আজও জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। গণজমায়েত, অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় সহ বিভিন্ন অপরাধে ৪০ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮,৮০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷
এছাড়া সিংড়ার লালোর ইউনিয়নে কৃষি জমি বিনষ্ট করে পুকুর খননের অপরাধে এক ইট ভাটা মালিককে ৩০,০০০ টাকা জরিমানা এবং গুরুদাসপুরের হাজিরহাটে দুইটি ও বাগাতিপাড়ার টুনিপাড়া নামক স্থানে একটি পুকুর খনন বন্ধ করা হয়।
আজ বিভিন্ন উপজেলায় কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন করা হয়েছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কঠোর ভাবে নিশ্চিতকরণে প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।