নাটোরের বড়াইগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে যুবতীর আত্মহত্যা

0
595
Death

নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে সজনী খাতুন (১৮) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে লক্ষীকুল পুরাতন হল মোড়ে মোঃ উজ্জলের বাসায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস। নিহত সজনী খাতুন দৌলতপুর উপজেলার মাদাপুর গ্রামের শিপন রানার মেয়ে। শিপন মালয়েশিয়া প্রবাসী হওয়ার কারণে সজনী খাতুন সহ তার বোনদের নিয়ে মা লক্ষীকুল পুরাতন হল মোড়ে উজ্জ্বলের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পরিবারের সদস্যরা জানান,গত রাত দশটার দিকে টার দিকে বাবার সঙ্গে কথা বলে মোবাইলের বায়না করে সজনী খাতুন। বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান সে নিজ ঘরে গিয়ে গলায় শাড়ি পেচিয়ে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান -আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় মলম পার্টির শিকার ওমর ফারুক এখন সুস্থ্য
পরবর্তী নিবন্ধডিবি পরিচয়ে ফাঁসাতে গিয়ে আটক সোহেল ব্যবহৃত দামি গাড়িটি কার? প্রশ্ন জনমনে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে