নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় তিন হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

0
277

বড়াইগ্রাম পৌরসভায় তিন হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্য্যক্রমের আওতায় মোট ৩ হাজার ৮১ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। রোববার পৌর মেয়র আব্দুল বারেক সরদার সামাজিক দুরত্ব বজায় রেখে পৌর চত্বরে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ১০২১ টি পরিবারের মধ্যে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দার, পৌর সচিব জালাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আবু জাফর, জয়নাল আবেদীন চান্দু ও লাভলী খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর উপস্থিত ছিলেন। আগামী সোমবার মৌখাড়া ও মঙ্গলবার পৌরসভা চত্বরে অবশিষ্ট ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ছাত্রীরা পেল বাইসাইকেল, প্রতিবন্ধীরা হুইল চেয়ার
পরবর্তী নিবন্ধকবি গোলাম কবির‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে