নাটোরের সিংড়ায় বন্যার্ত এলাকা মানুষের পাশে প্রতিমন্ত্রী পলক

0
334

এবার ভ্যানে চড়ে বন্যার্ত এলাকা ঘুরে দেখলেন- প্রতিমন্ত্রী পলক

শহিদুল ইসলাম সুইট(সিংড়া প্রতিনিধি): নাটোরের সিংড়ায় অতি মাত্রায় বৃষ্টির কারনে এবার সিংড়ায় বিভিন্ন এলাকায় বন্যার অবনতি হয়েছে। এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।নদীতে পানির চাপ বেশি থাকায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নদীর বাধ ভেঙ্গে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে,কর্মহীন হয়ে পরেছে এলাকার শ্রমজীবি মানুষ এবং আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এর মধ্য কলম ইউনিয়নে কলকলি নদীর বাধ ভেঙ্গে বেশ কিছু গ্রাম এবং ধানের জমি হুমকীর মুখে পড়েছে।

বুধবার দুপুরে ভ্যানে চড়ে কলম ইউনিয়নের বন্যার্ত এলাকা ঘুরে দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি এসময় বাধ নির্মাণকাজ পরিদর্শন এবং কলম ইউনিয়নে বন্যাত আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরণ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ক্লোজার বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় নন এমপিও কারিগরি ও মাদরাসা শিক্ষকরা পেলেন প্রণোদনার চেক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে