বন্যায় ভেঙ্গে পড়েছে গ্রামীণ সড়ক
নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়ায় এবারের বন্যায় বেশ কিছু ইউনিয়নের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও ভোগান্তি নেমে এসেছে।
কিছু কিছু রাস্তায় যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। বিশেষ করে লালোর ইউনিয়নের কয়েকটি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত ছোট বারৌহাটি- বক্তারপুর ব্রীজ পর্যন্ত দু কি : মি: রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
লালোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন জানান, ডাকমন্ডব বারৈইহাটী ডাকঢোর ডাঙ্গাপাড়া , সোনাই ডাঙ্গাপাড়া, গোপেন্দ্রনগর এই কয়েকটি গ্রামের লোকজন এই একটি রাস্তা দিয়ে সিংড়ায় যাতায়াত করে। এবারের বন্যায় রাস্তাটির ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।
তাই আমরা চাই যে রাস্তাটি অন্তত চলাচলের উপযোগী করা হোক। এজন্য তিনি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুদৃষ্টি কামনা করেন।
Advertisement