নাটোরের সিংড়ায় ২৪ ঘন্টার মধ্যে অবৈধ সুতি জাল উচ্ছেদের নির্দেশ পলক মন্ত্রীর

0
779

সিংড়া, নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়ার বর্তমান বণ্যা পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত বিষয় দলীয় পরিচয়ের প্রভাবশালী দের অবৈধ সুঁতিজাল। জেলার সবচেয়ে বেশি সোতি জাল রয়েছে সিংড়ায়। এবং এই প্রভাবশালীরা প্রত্যেকেই স্থানীয় মন্ত্রীর নাম ভাঙিয়ে সুতি জাল দিয়ে মাছ শিকার করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের ভয়ে সাধারন মানুষেরা কিছুই বলার সাহস পায় না এমনকি প্রশাসনও অভিযান পরিচালনা করে না এমন অভিযোগ স্থানীয়দের। এই যখন পরিস্থিতি তৃতীয় দফার বন্যায় যখন ডুবছে সিংড়া শহর, মাঠের ফসল ঘরবাড়ি, রাস্তাঘাট ভাঙছে তখনো টনক নড়েনি সেইসব সোতী জাল দিয়ে মাছ শিকারদের।

অবশেষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজে। এরই মধ্যে এই সমস্ত অবৈধ স্থাপনা ও পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী সোতী জাল উচ্ছেদে জেলা এবং উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন তিনি। আগামী ২৪ঘন্টার মধ্যে কৃত্রিম পানি প্রবাহ বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেছেন।

এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি তার নিজের ফেসবুক পেইজে লিখেছেন-”

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের ঢলের পানির কারনে আত্রাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় বারের মত বন্যায় আমার নির্বাচনী এলাকার নাটোর জেলার সিংড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়ছে হাজার হাজার মানুষ।

ইতোমধ্যে উপজেলা ও পৌরসভার ১৬টি বন্যা আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন এর নেতাকর্মী, জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরী ভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকার নির্দেশনা প্রদান করেছি।

তারা বন্যা কবলিত এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া সহ অস্থায়ীভাবে বাঁধ নির্মাণে কাজ করছে।

আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের তিনবেলা থাকা-খাওয়া নিশ্চিত করার পাশাপাশি বন্যাকবলিত এলাকার মানুষদের মাঝে প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করা হবে।

ইতিমধ্যেই জেলা এবং উপজেলা প্রশাসনকে আত্রাই নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী অবৈধ সৌতি জালের স্থাপনা উচ্ছেদ করার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেছি৷

পরশুদিন শুক্রবার থেকে জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করবো ইনশা আল্লাহ্।

মহান আল্লাহ আমাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবো ইনশা আল্লাহ্।

আমি বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে থাকার জন্য সমাজের বিত্তবান মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

জরুরী প্রয়োজনে আমাকে ফোন করুন: ০১৭৬৬-৬৯৯৯৯৯”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দুই যুবদল নেতাকে মারপিট-মোটর সাইকেল ভাংচুর   
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে