সংবাদদাতা, সিংড়া,নাটোরকন্ঠ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে বছরব্যাপী বৃক্ষ রোপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিংড়ায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা।
বুধবার বেলা ১২ টার দিকে নাটোরের সিংড়া ছাত্রলীগের আয়োজনে সিংড়ার চৌগ্রাম পুরাতন রাজবাড়ী চত্বরে ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপনের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নাটোর জেলা ছাত্রলীগের শিক্ষা ও উপবৃত্তি বিষয়ক সম্পাদক নয়ন কুমার কুন্ডু, পল্লী শ্রী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমারসহ আরো অনেকে। সার্বিক সহযোগিতায় পল্লী শ্রী উন্নয়ন সংস্থা।