নাটোরকন্ঠ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের সিংড়া উপজেলায় এক ব্যক্তি (৬৮) মারা গেছেন। আজ শনিবার সকালে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যক্তির বাড়ি সিংড়া উপজেলার কলম গ্রামে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু এ তথ্য জানিয়েছেন।
ইউএনও নাসরিন বানু জানান, কয়েক দিন আগে মোহাম্মদ সরদারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাঁকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। বগুড়া থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মীরা এসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করেছেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, নাটোরের সিংড়ায় এর আগেও একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এনিয়ে জেলায় মোট ২ জনের মৃত্যু হলো।