নাটোরে আমানা বিগবাজারে পুলিশের অভিযান, শোরুম বন্ধ

0
706
Amana

নাটোরকন্ঠ:
করোনা ভাইরাসে প্রাদূভাব রোধে যখন নাটোর শহরের সকল দোকান পাট বন্ধ করা হয়। তখন নাটোর শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্টেন কানাইখালী এলাকায় শপিংমল আমানা বিগবাজার খোলা রেখে পুরোদমে ব্যবসা করছে এসময় পুলিশ অভিযান চালিয়ে আমানা বিগবাজারের শো রুম বন্ধ এবং একজন দোকান কর্মচারীকে আটক করে পরে জিম্মায় দোকান কর্মচারীকে ছেড়ে দেয়া হলেও শো-রুম বন্ধ করে দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি জানায় , নাটোর শহরের নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্য ছাড়া সব দোকান বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়াজ পিএএ। কিন্তু এই ঘোষণাকে অমান্য করে আমানা বিগ বাজার তাদের শো-রুম খুলে ব্যবসা অব্যাহত রাখে। গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নিজে আমানা বিগবাজারের শো-রুম বন্ধ রাখতে বলেন। কিন্তু আমানা বিগ বাজার জেলা প্রশাসক ও সাংসদের কথা অমান্য করে তাদের বিক্রি অব্যাহত রাখে। এ অবস্থায় বেলা শোয়া দুইটার দিকে পুলিশ আমানা বিগ বাজারে অভিযান চালিয়ে শো-রুম বন্ধ করে দেয় এবং শো-রুমের একজন দোকান কর্মচারীকে আটক করে ।
এ বিষয়ে নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আমানা শো-রুম বন্ধ করে দেয়া হয়েছে। তবে আটক দোকান কর্মচারীকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
শো-রুমের ব্যবস্থাপক নাজমুল আহসান বকুল বলেন, তারা শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যই বিক্রি করছিলেন। অন্যান্য সামগ্রী নয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের জীবনকে বাঁচাতে হবে। আমাদের এমন কিছু করা ঠিক নয়, যাতে মানুষের জীবন বিপন্ন হতে পারে। করোনা থেকে বাঁচতে আমরা শহরের নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ১৫শ শ্রমিক পরিবারকে ঈদের সামগ্রী বিতরন করলেন পৌর মেয়র
পরবর্তী নিবন্ধনাটোর ইউনাইটেড প্রেসক্লাবে সাংবাদিকের সাথে আওয়ামীলীগ নেতার মতবিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে