নাটোরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0
389
Tree

নাটোরকন্ঠ: নাটোরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দোবিলা গ্রামে। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দোবিলা গ্রামের মৃত সাবের মণ্ডলের ছেলে আব্দুস সামাদ নামে ওই শিক্ষক দোবিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, গত ১২ ই জুলাই বাড়ির পাশের ফজলি আম গাছ থেকে আম পারছিলেন শিক্ষক আব্দুস সামাদ। এ সময় পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। মেরুদন্ডে আঘাত প্রাপ্ত হন। তার পরিবারের লোকজন রাজশাহীতে ভর্তি করান। সেখানে মেরুদন্ড অপারেশন করার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এই ঘটনায় স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক নেতৃবৃন্দ সহ সকলের শোক জ্ঞাপন করেছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ৪ হাজার টাকা সার্টিফিকেটের করোনা রোগী এখন নাটোরে
পরবর্তী নিবন্ধসিংড়ায় ভাইস চেয়ারম্যান কামরানের সেলাই মেশিন বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে