নাটোরে আলু ৩০ টাকা কেজির বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

0
583

নাটোরে আলু ৩০ টাকা কেজির বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

নাটোর কণ্ঠ: সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি না করে বেশি দামে আলু বিক্রি করার অপরাধে নাটোরে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে নাটোরের প্রধান বাজার নিচা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোমা খাতুন এর নেতৃত্বে এসময় ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীর তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজার এলাকার অন্যান্য দোকানির সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি জন্য নির্দেশ প্রদান করা হয়। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন।
আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত এই অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে খুন হওয়া অজ্ঞাত মহিলার মরদেহের পরিচয় উদ্ধার, খুনি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাটোরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে