নাটোরে এমপির বাড়িতে চুরির ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চোর আটক

0
1153
Chor

নাটোরে এমপির বাড়িতে চুরির ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চোর আটক

নাটোর কণ্ঠ:
সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ চোর শনাক্ত করে এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি করতে আসা চোর শরিফুলকে আটক করেছে পুলিশ। গতকাল চুরির ঘটনার পরপরই বাড়িতে লাগানো সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখে পুলিশ। পরে চোরকে চিহ্নিত করে অভিযানে নামে পুলিশ। অবশেষে চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চোরকে গ্রেফতারে সফল হয় পুলিশ। আটক শরিফুল নাটোর শহরের উত্তর চৌকির পাড় মহল্লার আশরাফুল ইসলামের ছেলে।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আটক চোরকে জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃত চোর একজন নেশা গ্রস্থ ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। আমরা প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আর এমপি মহোদয়ের বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকায় চোরকে শনাক্ত করা সহজ হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে এমপি রত্না আহমেদের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাস ভবনের পিছনের জানালার গ্রীল ভেঙ্গে চোর বাড়ির ভিতরে প্রবেশ করে। পুলিশ ও পরিবার সুত্র জানায়, সংসদ অধিবেশন চলায় নাটোর নওগাঁ অঞ্চলের সংরক্ষিত আসনের এমপি ঢাকায় অবস্থান করছিলেন। তার দুই ছেলে মেয়ে আমেরিকা প্রবাসী। ফলে বাসায় কেউ ছিল না। এ সুযোগে চোর বাড়ির পিছনের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর বটি ও হাসুয়া দিয়ে আলমারী ও ওয়ারড্রব ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রাম সংস্কারের ২০ দিনেই ভেঙ্গে যাচ্ছে সড়ক
পরবর্তী নিবন্ধনাটোর সদরে প্রতিষ্ঠিত হচ্ছে ডঃ ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে