নাটোরে করোনা জরুরী সেবায় পুলিশ প্রশিক্ষন ও অক্সসিজেনসহ প্রাণ রক্ষা সামগ্রী বিতরণ

0
530
Police

নাটোরকন্ঠ: নাটোর পুলিশ লাইন্স সহ জেলার সকল থানায় জেলা পুলিশের পক্ষ থেকে নেবুলাইজার মেশিন, সাকশান মেশিন, ট্রান্সেমিশন সেট সহ অক্সসিজেন সিলিন্ডা ও পাল্সঅক্সিমিটার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার পুলিশ ও করোনা যুদ্ধের সৈনিকদের জরুরী সেবা প্রদানের লক্ষ্যে আজ বুধবার বেলা ৩ টায় নাটোর পুলিশ লাইন্স দরবার হলে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাটোর পুলিশ লাইন্স সহ জেলার সকল থানায় নেবুলাইজার মেশিন, সাকশান মেশিন, ট্রান্সেমিশন সেট সহ অক্সসিজেন সিলিন্ডা ও পাল্সঅক্সিমিটার বিতরণ করা হয়। পরে অভিজ্ঞ প্রশিক্ষক ডাক্তারদের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন মিজানুর রহমান, এডিশনাল পুলিশ সুপার আকরামুল ইসলাম সহ সকল থানা ইনচার্জ। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মাহাবুবুর রহমান ডাঃ রাজেশ কুমার এবং ডাঃ মাহাবুব হোসেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বিদ্যুৎ পৃষ্টে মৎস্যচাষী নিহত
পরবর্তী নিবন্ধনাটোরে দুই চোরকে আটক করে পুলিশে দিলো জনতা, চোরাই মালামাল উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে