নাটোরকন্ঠ: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের উদ্দেশ্যে আজ জেলা প্রশাসন নাটোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নাটোর সদরের বিভিন্ন স্থানে পরিচালিত ২টি মোবাইল কোর্টে স্বাস্থ্যবিধি ভঙ্গ করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা এবং সড়ক আইন অমান্য করার অপরাধে বিভিন্ন ধারার ১৩ টি মামলায় ১৩ জন ব্যক্তিকে মোট ৬,৯০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকায় অভিযানকালে লালী গুড়ের সাথে চিনি ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত করার বৃদ্ধি করার দায়ে একজনকে আটক এবং নগদ ১০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
Advertisement