নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের বাইসাইকেল বিতরন রত্না এমপি’র

0
369

নাটোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের মাঝে  বাইসাইকেল বিতরন করেন রত্না এমপি।

স্টাফ রিপোর্টার নাটোর.

নাটোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নে ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন   উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া প্রমূখ। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে নাটোর সদর উপজেলার ১০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বরাদ্দকৃত ১লক্ষ টাকা বাইসাইকেল বিতরণ করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটের পৌরসভার জলাবদ্ধতা নিরসনের জন্য রাস্তা নির্মাণ পরিদর্শনে মেয়র জলি
পরবর্তী নিবন্ধসিংড়ায় টেম্পু সিএনজি সংঘর্ষে আহত তিন জন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে