নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0
250

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নাটোর কণ্ঠ:  জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকল দপ্তর থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্প মাল্য অর্পণ এর পর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসরাম, উপ পরিচালক স্থানীয় সরকার গোলাম রাব্বি পিএএ, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলোম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পুস্পমাল্য অর্পণ,বঙ্গবন্ধুর নবনির্মীত প্রতিকৃতি উন্মোচন
পরবর্তী নিবন্ধশোক সংবাদ, নাটোর কণ্ঠ পরিবারের শোক প্রকাশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে