নাটোরে তেবাড়িয়া হাটে মোবাইল কোর্ট, কারেন্ট জাল জব্দসহ বিভিন্ন স্থানে অভিযান

0
544
Mobial-Court

নাটোরকন্ঠ: নাটোরের তেবাড়িয়া হাটে মোবাইল কোর্ট এর অভিযান চালিয়ে প্রায় ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ ও  পুড়িয়ে ফেলা হয়েছে। আজ রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাটোর সদর এসিল্যান্ড এর নেতৃত্বে তেবাড়িয়া হাটসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় মোবাইল কোর্ট এর অভিযান । এসময় তেবাড়িয়া হাটে করোনা সংকট ও জালের দাম বিবেচনা করে মত্স্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর বিধান লঙ্ঘন করায় একজনকে ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এদিকে সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় মত্স্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী লাইসেন্স নবায়ন না করায় বিসমিল্লাহ ফিড দোকানের মালিককে ১০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া জনসাধারনের মাস্ক সচেতনতা বাড়াতে শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক বিতরন করা হয় এবং ৩ জনকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নাটোর সদর থানার ফোর্স ও সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জনাব সুজিত কুমার মুন্সি উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু’র বড় বোনের ইন্তেকাল,নাটোরকন্ঠ পরিবারের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে