দূর্গা পূজায় তিন দিনের সরকারী ছুটির দাবিতে
হিন্দু মহাজোটের মানব বন্ধন
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :
দূর্গা পূজায় তিন দিনের সরকারী ছুটির দাবিতে নাটোরের লালপুরে মানব বন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু সেচ্ছাসেবক ও ছাত্র মহাজোট লালপুর উপজেলা শাখা।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার ঐতিহাসিক কড়ই তলাই এ মানব বন্ধন করা হয়।
শ্রীশ্রী লক্ষী নারায়ণ কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ভদ্র টুটু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুরোহিত ও সেবাহিত কল্যান পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার আচার্য। মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু মাহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র, বাংলাদেশ হিন্দু মাহাজোট লালপুর উপজেলা শাখার কার্য নির্বাহী সভাপতি পল্লব কুমার বাগচী, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, সাংগাঠনিক সম্পাদক দিপ্ত সাহা, বড়াইগ্রাম আদিবাসী পরিষদের সভাপতি জাদু কুমার দাস, বিদ্যুৎকুমার ঘোষ প্রমূখ। মানব বন্ধনে বক্তরা দূর্গা পূজায় সরকারী ছুটি এক দিনের পরিবর্তে তিন দিন করার দাবী জানান সরকারের কাছে। মানব বন্ধন শেষে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গোপালপুর শ্রীশ্রী লক্ষী নারায়ণ কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।