নাটোরে দ্বিতীয় দিনের মতো কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও মাালিকের বিরুদ্ধে মানববন্ধন

0
346
নাটোরে দ্বিতীয় দিনের মতো এনজিও মাালিকের বিচার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার,নাটোর:
নাটোরের ছাতনী ইউনিয়নের মাঝদিঘায় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও মালিককের বিচার ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানব বন্ধন করেছে এনজিও বিনিয়োগকারীরা। আজ সোমবার দুপুরে ছাতনী উচ্চ বিদ্যালয়ের সামনে মাঝদিঘা বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি এবং হেলপ সোসাইটির মালিক কামরুল ইসলামের বিচারের দাবী ও বিনিযোগকৃত টাকা ফেরতের দাবীতে  মানববন্ধনে অংশগ্রহন করেছে হতদরিদ্র বিনিযোগ কারীরা ।
মানব বন্ধনে বক্তব্য বলেন কথিত এনজিওর নামে গ্রাহক ও বিনিয়োগকারীদের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া কামরুল ইসরামের বিচার দাবি এবং বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবি জানান।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধউম্মে হাবিবার অসহায় দুটি চোখ এখনো খুঁজে ফিরছে বাবা-মাকে, কি হবে হাবিবার ?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে