নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানার সন্ধান, ৫০ হাজার টাকা জরিমানা
নাটোর:
নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানার সন্ধান মিলেছে। পরে ঐ কারখানার মালিক আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে শহরের বনবেলঘরিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, রবিবার সকালে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার কারখানার সন্ধান পায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। তাদের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক তার তৈরির মেশিন জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘরিয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর নামে নকল ও নিম্ন মানের ইলেকট্রিক তার তৈরি করে বাজারজাত করে আসছিল।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন, এডি জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
Advertisement