নাটোরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান বিতরণ কার্যক্রম শুরু

0
503
Natore-DC

নাটোরকন্ঠ: নাটোরে ২০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৩৪ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৯৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দুপুরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আর্থিক অনুদান প্রদান করেছেন। বক্তারা এসময় সরকারের নানামুখি সঢঢল উদ্যোগের চিত্র তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।
আজ নাটোর সদর উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে সর্বমোট ৬ লাখ ১৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্য ছয়টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্ট উপজেলাতে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৬০হাজার মাস্ক বিতরণ শুরু করেছে নাটোর জেলা পুলিশ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে