নাটোরে প্রথমবারের মতো শিশু করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ৫৭

0
2325
Natore-

নাটোরকন্ঠ: নাটোরে এবারে প্রথমবারের মতো আট বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাড়ি লালপুর উপজেলায় উত্তর লালপুরে। গত ২৮ তারিখে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শিশুটি ঢাকা থেকে এসেছেন বলে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নশ্চিত করেছেন। এ নিয়ে নাটোরে মোট আক্রান্তের সংখ্যা হলো ৫৭ জন। এদের মধ্যে ১০ জন পুরোপুরি সুস্থ্য হয়েছেন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানায় , করোনায় আক্রান্ত শিশুটি পরিবারের সাথে গত ২৫ মে ঢাকা থেকে লালপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে শরীরের জ্বর দেখা দিলে ২৮ তারিখে নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।এরপর করোনা পজিটিভ হলে বিষয়টি সন্ধ্যায় সিভিল সার্জন অফিসে প্রথমে ফোনে ও পরে মেইলে নিশ্চিত করা হয়। সিভিল সার্জন জানান, আক্রান্ত শিশুটির সংষ্পর্শে যারা এসছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া আক্রান্ত শিশুর ওই বাড়িটি লকডাউন করা করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদারিদ্রকে জয় করেছে রুনা
পরবর্তী নিবন্ধনাটোরের আহমেদপুর ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে