নাটোরে বাগাতিপাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠক

0
429

নাটোরে বাগাতিপাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উঠান বৈঠক

বাগাতিপাড়া প্রতিনিধিঃ
নাটোরে বাগাতিপাড়ায় জামনগর মিস্ত্রিপাড়ায় সুুষ্ঠু ও সুন্দর পরিবেশে “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের উঠান বৈঠক হয়েছে।
সোমবার দুপুরে এ প্রকল্পের জামনগর মিস্ত্রপাড়া সমিতির
ম্যানেজার সুমন কুমার সূত্র ধরের বাড়ির আঙ্গিনায় এ বৈঠক বসে। সমিতির সভাপতি প্রভাষক মুনজুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন
প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা কামরুন্নাহার বেগম, জুনিয়র কর্মকর্তা রেজাউল ইসলাম, মাঠকর্মী
ইউসুফ আলী,মাঠকর্মী সোহানুর রহমান ও মিস্ত্রপাড়া সমিতির ম্যানেজার সুমন কুমার সূত্র ধর প্রমূখ। আলোচনায় প্রকল্পের সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। উল্লেখ্য এ প্রকল্পের মিস্ত্রিপাড়া সমিতির নারী-পুরুষ সদস্য ৪৬জন।
উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা কামরুন্নাহার বেগম জানান, “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের এ সমিতির সদস্যদের মধ্যে স্বল্প মুনাফায় এ যাবত ৭ লাখ ২৪ হাজার টাকা খণ বিতরণ করা হয়েছে। কার্যক্রমে সু-ফল আসলে পর্যায়ক্রমে ঋণের পরিমান বাড়ানো হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলাইভ -রফিকুল ইসলাম নান্টু এর রঙ্গ ছড়া
পরবর্তী নিবন্ধলালপুরের পাইকপাড়া ব্রীজটি যেন এক মরণ ফাঁদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে