নাটোর কণ্ঠ:
নাটোর জেলার চলতি মৌসুমে আম আহরণের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ শাহরিয়াজ। আজ সকালে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় একটি আমবগানে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এ সময় এক আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বাগান মালিক ও ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবন জানিয়ে বলেন, সঠিক সময়ে গাছ থেকে আহরণ করুন এবং কেমিক্যালমুক্ত ও বাজারজাত করুন। এমনিতেই আমরা এক দুর্যোগময় সময় পার করছি। একদিকে করোন ভাইরাসের আক্রমণ অপরদিকে ঘূর্ণিঝড়। তাই এমতাবস্থায় আপনারা নিজেদের ও জনগণের দুর্ভোগ বাড়াবেন না। কেমিক্যাল শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আপনারা ক্ষতিকর পদার্থ দিয়ে আম পাকাবেন না। এসময় বাগান মালিক ও ব্যবসায়ীরা জেলা প্রশাসককে প্রতিশ্রুতি দেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নাটোর,উপজেলা কৃষি অফিসার, চেয়ারম্যান, কাফুড়িয়া ইউনিয়ন পরিষদ ও ফল চাষীবৃন্দ।
এ বছর জেলায় পাঁচ হাজার পাঁচ শত বিশ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার মেট্রিকটন।