নাটোরে বিএনসিসি সেনা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ ও র‌্যালি

0
269

নাটোর কণ্ঠ: করোনাভাইরাস ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে র‌্যালি সহ মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। পঞ্চম মহাস্থান ব্যাটালিয়ন সেনা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অডিটোরিয়াম চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন, এন এস কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মোতালেব, সেকেন্ড লেফটেন্যান্ট প্রফেসর আফজাল হোসেন এবং প্রফেসর আন্ডার অফিসার সুমন আলী। মানুষকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে শহরে সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। পরে র‌্যালিটি নাটোর প্রেসক্লাব এলাকা ঘুরে পুনরায় এন এস কলেজ মাঠ চত্বরে গিয়ে শেষ হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে গাঁজাসহ ইউপি মেম্বার ও তার সহযোগি আটক
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে খ্রিষ্টান বিধবা ও হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে